উত্তর আমেরিকায় প্রথম লিগ শিরোপা জয়ে লিওনেল মেসির তিন বছরের অপেক্ষার অবসান হলো। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে ইন্টার মায়ামি তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিতল। মেসি বললেন, এই মৌসুমে এই ট্রফি জেতাই ছিল তাদের মূল উদ্দেশ্য। দলগত প্রচেষ্টাতেই তা পূরণ হয়েছে মনে করেন এলএমটেন। এমএলএস কাপ জয়ের ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন মেসি। ম্যাচ শেষে তিনি বললেন, ‘তিন বছর আগে আমি এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আমরা এমএলএস চ্যাম্পিয়ন।’ দলীয় প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, ‘আমরা (কনকাকাফ) চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে পৌঁছেছিলাম। গত বছর লিগ থেকে আগেভাগে ছিটকে গেছি এবং প্রথম রাউন্ডে বাদ পড়লাম। এই বছর এমএলএস কাপ জেতা ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য। দল অনেক চেষ্টা করেছে, খুব দীর্ঘ বছর ছিল এটা, অনেক ম্যাচ- এবং আমরা পুরো মৌসুমে নিজেদের কাজ করেছি। এই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করেছি, একটি দল হিসেবে আমরা অপেক্ষা করেছি। আমাদের জন্য এটা খুব সুন্দর। এটা তাদের প্রাপ্য।’ ভ্যাঙ্কুভারকে ফাইনালে হারাতে মেসি তিন গোলেই রেখেছেন অবদান। দুটি অ্যাসিস্ট, আরেকটি গোল। বর্ণাঢ্য ক্যারিয়ারে আর্জেন্টিনা অধিনায়ক জিতলেন ৪৭তম শিরোপা, ইতিহাসে যে কোনো ফুটবলারের চেয়ে বেশি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের মাসচেরানোর প্রশংসাও শুনলেন মেসি, ‘শেষ দুই, তিন, চার খেলায় সে অনেক বড় প্রভাব রেখেছে, যা প্রমাণ করে জয় তার জন্য কত গুরুত্বপূর্ণ। এখানে সে এসেছে ট্রফি জিততে।’
