কুকুরের মু‌খ থেকে আমরা এখন বাঘের মুখে পড়েছি : মির্জা আব্বাস

কুকুরের মু‌খ থেকে আমরা এখন বাঘের মুখে পড়েছি : মির্জা আব্বাস

0 1

জেলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুম‌কির মুখে। আগে আমরা ছিলাম কুকু‌রের মু‌খে। এখন আছি বাঘের মুখে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে নামতে চান না, ওনাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা বিভাগে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস‌্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমা‌দের নির্বাচন আদায় ক‌রে নি‌তে হ‌বে। জনগ‌ণের ভো‌টের অধিকার, আমাদের ন্যায্য অধিকার, হিসাবের পাওনা, আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না, আদায় ক‌রে নি‌তে হবে। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এ সরকারের হাতে।

তিনি বলেন, উপদেষ্টাদের অনেকের বাপ চাচারা ব্যবসা শুরু করেছে। ঘুষ খাওয়া শুরু করেছে। বিএন‌পি চাদাঁবা‌জির মধ্যে নাই।

মির্জা আব্বাস আরও বলেন, এ সরকা‌রের বিরু‌দ্ধে কোনো মি‌ডিয়ায় কোনো কথা নাই। মি‌ডিয়ার কোনো স্বাধীনতা নাই। পত্র প‌ত্রিকায় লিখ‌তে দেন। লজ্জায় আরও অনেক কর্মকা‌ণ্ডের কথা বল‌ছি না।

বিএনপি নেতা বলেন, এদিকে মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত দেওয়ার মা‌লিক আপনারা নন। ক‌রি‌ডোর দেওয়া বিষ‌য়ে সাবধান হোন।

অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণগত কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই জানিয়ে মির্জা আব্বাস বলেন, নির্বাচিত সরকার ছাড়া এ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। করিডরের বিরুদ্ধে অবস্থান নেবে বিএনপি। এ সমস্ত অপকর্ম যদি করতে চান তার পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভবনা আছে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া, সহ- সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু, সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave A Reply

Your email address will not be published.