ঢাকাবুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক
জুন ৮, ২০২২ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের মূল্য বৃদ্ধিতে জাতীয় পার্টি ( কাজী জাফর ) চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব মোস্তাফা জামাল হায়দার ও ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন এর নিন্দা ও প্রতিবাদ বর্তমান স্বৈরাচারী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে জনগণের স্বার্থকে ত্যাজ্য করে গ্যাসের মূল্য বারবার বৃদ্ধি করে আসছে।গত রবিবার আবারও প্রাকৃতিক গ্যাসের দাম গ্রাহক পর্যায়ে বাড়ানো হয়েছে শতকরা ২২.৭৮ শতাংশ, প্রতি ঘনমিটার ১১ টাকা ৯১ পয়সা করা হয়েছে যা বর্তমান মূল্য ৯ টাকা ৭০ পয়সা। আবাসিক এক চুলার বর্তমান দাম ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা এবং দুই চুলার দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকা করা হয়েছে। প্রতি প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের বর্তমান দাম ১২ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১৮ টাকা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতি ঘণমিটার গ্যাসের দাম ৪ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ০২ পয়সা করা হয়েছে। বৃহৎ শিল্পে ১১.৯৬ শতাংশ। ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। সার কারখানার জন্য ৪ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে। এই মূল্য বৃদ্ধি দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। গ্যাসের মূল্য বৃদ্ধি জনজীবনে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির পাশাপশি সামগ্রিক ব্যয় অসহনীয়ভাবে বেড়ে যাবে। জনজীবনে দুর্গতির মাত্রা চরম পর্যায়ে উপনিত হবে। এই দাম বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম হু-হু করে বাড়তে থাকে। মধ্যম ও নিন্ম আয়ের মানুষ ভয়ানক দূর্ভোগের মধ্যে পড়বে। আসলে গণবিরোধী আওয়ামী সরকার জনগণের সাথে চরম শত্রুতা শুরু করেছে। যেখানে জনগণের স্বার্থ নিহিত সেখানেই সরকার অনাচার চালাচ্ছে। চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ডে নিহতদের জন্য ঘোটা জাতি যখন শোকে ¤্রয়িমান ঠিক এই মুহুর্তে গ্যাসের দাম বৃদ্ধি চরম অরাজকতার শামিল। এখন জনগণের বিরুদ্ধে আওয়ামী সরকারের প্রতিহিংসা হিংসার রূপ ধারণ করে। ক্ষমতাসীনরা জনগণের টাকা লুটপাট করে আগের মতই বিদেশে পাচার করে এখন ভর্তুকি কমাতে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, এতে জনগণের পকেট কাটা থামবে না বরং আরো অত্যুগ্র মাত্রায় বৃদ্ধি পাবে। এই দাম বৃদ্ধির দুর্বিষহ প্রভাব অর্থনীতির সব খাতে পড়বে। ভোটারবিহীন সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই জনস্বার্থকে উপেক্ষা করে গ্যাসের মুল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই বর্তমানে চাল, ডাল, আটা, চিনি, ভোজ্যতেলের দাম কয়েকগুন বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের জীবন এখন ত্রাহি-ত্রাহি অবস্থা। তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি, কৃষি, শিল্পে ও বিদ্যুৎসহ নানা সেক্টরে নেতিবাচক প্রভাব পড়বে এবং প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়বে। আওয়ামী সরকার ঐতিহ্যগতভাবে হিংসা ও মিথ্যার চর্চা করে। এরা আইনের শাসনকে কবরে পাঠিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি তথা নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাতিল করেছে। সেই কারণেই গণবিরোধী সিদ্ধান্ত নিতে তারা পিছপা হয়না। যার চরম বহি:প্রকাশ দেখা গেলো আজকে গ্যাসের মূল্য বৃদ্ধিতে। গ্যাসের অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধিতে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি করছি।|

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।