ঢাকাসোমবার , ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

৬৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দিন

News Editor
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

 

ক্রাইস্টচার্চে ধুঁকছেন ব্যাটাররা। নিউজিল্যান্ডের মতো ওয়েস্ট ইন্ডিজও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। তেজনারায়ণ চন্দরপল ও শাই হোপের শক্ত জুটি ভাঙার পর ধসের মুখোমুখি হয় ক্যারিবিয়ানরা। জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে ৬৭ রানে শেষ ৮ উইকেট হারায় তারা। 

দিনের তৃতীয় বলেই জ্যাক ফোকস (৪) বিদায় নিলেন। আগের দিনের স্কোর রেখেই অলআউট হয় নিউজিল্যান্ড। তাদের ২৩১ রানের জবাবে ১০ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ওভারে জন ক্যাম্পবেল (১) আউট হন। ১ রানে ওপেনিং জুটি ভাঙার পর তেজনারায়ণ চন্দরপল ও আলিক আথানেজ প্রায় ১০ ওভার ক্রিজে দাঁত কামড়ে পড়ে ছিলেন। ৫৬ বলের এই জুটি ভাঙে ৯ রান করে! আথানেজ (৪) ম্যাট হেনরির কাছে বোল্ড হন।

১০ রানে ২ উইকেট হারানোর পর শাই হোপকে নিয়ে চন্দরপল প্রতিরোধ গড়েন। লাঞ্চের মাঝামাঝি সময়ে এই শক্ত জুটি ভেঙে যায়। ১৯৯ বলে ৯০ রান যোগ করেন তারা। হোপ ১০৭ বলে ৪ চারে ৫৬ রানে ডাফির শিকার হন।

হেনরির জোড়া আঘাতে ১০৬ রানে ক্যারিবিয়ানদের অর্ধেক ব্যাটার সাজঘরে। তারপর দ্বিতীয় টেস্ট খেলতে নামা ডানহাতি পেসার ডাফির আগুন বোলিংয়ে ২৭ রানে শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, যার শুরু হয় চন্দরলের বিদায়ে। ক্যারিবিয়ান ওপেনার ১৬৯ বলে ৩ চারে ৫২ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজকে ১৬৭ রানে অলআউট করে ৬৪ রানের লিড নেয় নিউজিল্যান্ড। ডাফি ১৭.৪ ওভারে ৩৪ রান দিয়ে প্রথম পাঁচ উইকেট নেন। তিনটি পান হেনরি।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে অক্ষত থেকে দিন শেষ করে। টম ল্যাথাম (১৪) ও ডেভন কনওয়ে (১৫) অপরাজিত থেকে দিন শেষ করেন। তাদের রান ৩২। লিড ৯৬ রানের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।