ঢাকামঙ্গলবার , ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফ বৈঠক

নিউজ ডেস্ক
জুলাই ২৭, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি: ভারতের হিলিতে সীমান্তে হত্যা, চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফের আমন্ত্রণে বৈঠকে অংশ নিতে বিজিবি’র ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে যান।

বিজিবি জানায়, বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগরের নেতৃত্বে বিজিবির প্রতিনিধি দলটি ভারতে যান। এ সময় চেকপোস্টে পৌছালে ভারতের পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভাগতসিং তাদের শুভেচ্ছা জানান।

সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বেলা ১২টার পর দুই বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার কুনাল রায় শর্মা।

এদিকে বিজিবির একটি নির্ভরশীল সূত্রে জানা গেছে, বৈঠকে এই দুই কমান্ডারের মধ্যে সীমান্তে হত্যা চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কিছু অমীমাংসিত বিষয়ের সমাধানের সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে বিজিবির প্রতিনিধি দলটি বিকালে একই চেকপোস্ট দিয়ে দেশে ফিরবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।