ঢাকাবৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সব ধর্মের মানুষের কাছে শেখ হাসিনার চেয়ে আপন কেউ নেই : সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা একাত্তরে পরাজিত, তারা পরাজয়ের প্রতিশোধ নিতে গোটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এদের মোকাবিলা করতে হবে। এরা শেখ হাসিনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। সামনে নির্বাচন। আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডব পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক চেতনায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। এই চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার সঙ্গে থাকুন।

তিনি আপনাদের সবচেয়ে আপনজন। কিছুদিন আগে জন্মাষ্টমীর উৎসবে, গণভবনে গিয়ে শেখ হাসিনার মন-মানসিকতা আপনাদের প্রতি (হিন্দু সম্প্রদায়ের প্রতি) আতিথিয়তা, আন্তরিকতা, এটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।
তিনি বলেন, যে দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, এদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে।

বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের গণতন্ত্রকে বাঁচাতে হবে। এই দেশকে বাঁচাতে হলে অসাম্প্রদায়িক, মানবতাবাদী চিন্তা ধারাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা যেন আমাদের মনে থাকে।

সেতুমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের কাছে এ দেশে শেখ হাসিনার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।