ঢাকাসোমবার , ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

সফরের শেষ ম্যাচে কেন ভালো করেনি আ‍য়ারল্যান্ড, জানালেন অধিনায়ক

News Editor
ডিসেম্বর ২, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে আয়ারল্যান্ড। মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ আইরিশরা। ম্যাচ শেষে হতাশা ঝরেছে অধিনায়ক পল স্টার্লিংয়ের কণ্ঠেও। 

শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। এই লক্ষ্য সহজেই তাড়া করে ফেলে বাংলাদেশ। মাত্র ১৩.৪ ওভারে ৮ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিকরা।

সিরিজ হারের পর স্টার্লিং বলেন, ‘সত্যি বলতে, আজ আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ট্যুরের শেষ ম্যাচ! আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। বিশেষ করে ৬ থেকে ১২তম ওভারের সেই গুরুত্বপূর্ণ সময়ে রান তুলতে পারিনি, আর সেটাই শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।’

স্টার্লিং আরও জানান, ‘তবে গত এক-দুই সপ্তাহ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। দলের কিছু দিক নিয়ে আমরা খুশি, আবার কাজ করার কিছু জায়গাও স্পষ্ট আছে,” মন্তব্য স্টার্লিংয়ের।

লো-স্কোর ডিফেন্ড করতে না পারা নিয়ে স্টার্লিং বলেন, ‘এত কম রান ডিফেন্ড করা যেকোনো সময়ই কঠিন। যদি ১৪০–১৫০ রানের মতো একটা স্কোর করতে পারতাম, আর সাথে শুরুতেই কয়েকটা উইকেট তুলে নিতে পারতাম— তাহলে হয়তো ম্যাচটা আমাদের দিকেই যেত। আজকে যথেষ্ট রানই ছিল না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।