দুবাই থেকে দেশে ফিরে আসছেন নাসুম

0 0

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেল সপ্তাহে দেশটিতে পা রেখেছিল বাংলাদেশ দল। তবে বিমানবন্দর এলাকাতেই প্রায় তিন দিন অপেক্ষা করতে হয়েছে নাহিদ রানা ও রিশাদ হোসেনকে। মূলত ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে ছিলেন তারা। সেই সমস্যা কাটিয়ে ম্যাচের আগের দিন শুক্রবার রাতে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন রিশাদ-রানা।

তাদের দলে পাওয়া নিয়ে শঙ্কা থাকায় দেশ থেকে ডেকে পাঠানো হয় স্পিনার নাসুম আহমেদকে। শুক্রবার রাতেই দুবাইয়ে উদ্দেশে দেশ ছাড়েন তিনি। তবে রিশাদ-রানাদের ভিসা জটিলতার সমস্যা মিটে যাওয়ায় আজই (রোববার) ফিরে আসছেন তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এখানে ভিসা সংক্রান্ত জটিলতা হচ্ছিল। যার কারণে আমরা নাসুমকে দুবাইতে এনেছিলাম। কিন্তু এখন আর সমস্যা নেই। নাহিদ ও রিশাদ দলের সঙ্গে যোগ দিয়েছে। আর তাই নাসুমকে দেশে পাঠানো হচ্ছে। দেশে ফিরেই চারদিনের ম্যাচে খেলবে।’

এর আগে পিএসএল স্থগিত হওয়ার পর দুবাই বিমানবন্দর হয়েই বাংলাদেশে ফিরেছিলেন রিশাদ-রানা। কয়েক দিনের ব্যবধানে আবারও তারা সেই ভূমিতে পা রেখেছেন আন্তর্জাতিক সিরিজ খেলতে। তবে এই দফায় দুই টাইগার ক্রিকেটারকে কিছুটা ভোগান্তিতেই পড়তে হলো।

গতকাল থেকে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। যদিও প্রথম ম্যাচের দলে ছিলেন না রিশাদ-রানা। প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে লিটন দাসের দল।

Leave A Reply

Your email address will not be published.