ঢাকাশনিবার , ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

আসিফ মাহমুদকে নিয়ে যা বলল বিসিবি

নিউজ ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

গতকাল পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুল বলেন, ‘ক্রিকেট–সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে যে স্পষ্টতা ও উদ্যমের সঙ্গে আসিফ মাহমুদ কাজ করেছেন, আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। অবকাঠামো শক্তিশালী করা হোক, পরিচালনাগত বাধা অতিক্রমে সহায়তা করা হোক বা বোর্ডকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে নিশ্চিত করা—গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তে তার দিকনির্দেশনা ছিল অত্যন্ত মূল্যবান।’

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. আসিফ নজরুল। বুলবুলের বিশ্বাস, ড. আসিফ নজরুল তার নতুন দায়িত্বে দেশের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক অগ্রগতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন ক্রীড়া উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বুলবুল বলেন, ‘আমরা তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি। জনসম্পৃক্ত কাজে তার অভিজ্ঞতা এবং ক্রীড়ার প্রতি দীর্ঘদিনের আগ্রহ আমাদের আস্থা দেয় যে তিনি ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করতে গঠনমূলক ভূমিকা রাখবেন।’

‘বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এবং আমরা আশা করি তিনি প্রতিটি স্তরে উচ্চমান অর্জনের পথে আমাদের পাশে থাকবেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।