অনলাইন ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য হত্যার বিষয়ে কোনো আলোচনা করতে রাজি নন। তাঁর মতে, ইরান এখন তেহরান নেতৃত্বের চারপাশে এক হয়ে উঠছে, এবং সংবেদনশীল সময় হলে এই ইস্যুতে মন্তব্য করা অনুচিত।
পুতিন এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইঙ্গিতপূর্ণ বক্তব্যের প্রসঙ্গে বলেন, ‘আমি এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতেও চাই না।’ তিনি আরো বলেন যে, ‘সেসব দেশকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সশস্ত্র হুমকির বদলে পারমাণবিক শক্তি ও নিরাপত্তা সংক্রান্ত স্থিতিশীল সমঝোতা তৈরি করতে হবে।
পুতিন এ ঘটনার প্রেক্ষিতে রাশিয়া এবং ইরানের দীর্ঘমেয়াদি পারমাণবিক ও রাজনৈতিক বন্ধুত্ব জোর দিয়ে বলেন, ‘ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধাগুলি সম্পূর্ণ অক্ষত রয়েছে।’ তিনি বলেন, ‘রাশিয়া তাদের স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত না করার নিশ্চয়তা পেয়েছে, এবং বুশেহর পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছেন।’
এছাড়া, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ উল্লেখ করেছেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে।
পুতিন আরও বলেন, ‘রাশিয়া ইরানের আণবিক, প্রযুক্তিগত ও জ্বালানি চাহিদা পূরণে প্রস্তুত।
একই সঙ্গে, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তাও আমরা নিশ্চিত করতে পারি।’ তিনি যুক্তরাজ, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নিতে আহ্বান জানিয়েছেন।
সূত্র : রয়টার্স