স্পোর্টস ডেস্ক : দেশের ফুটবলে এখন নতুন দিনের গান বাজছে। বিশেষ করে একের পর এক প্রবাসী ফুটবলারের আগমনে আবার ফুটবলে চোখ ফিরছে দেশের ক্রীড়ামোদীদের। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দেশের ফুটবল সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়ছে।
সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে জাতীয় দলের। এজন্য দ্রুত ক্যাম্প শুরু করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বাফুফের আগের পরিকল্পনা ছিল ৩১ মে জাতীয় দলের ক্যাম্প শুরু করা। লিগের চার ম্যাচ এগিয়ে আনায় জাতীয় দলের ক্যাম্পও একদিন এগিয়ে এসেছে। ২৭ মে আট দলের খেলা শেষ হওয়ায় সেই ক্লাবের ফুটবলাররা দুই দিন বিশ্রাম পাবেন। জাতীয় দলের প্রস্তুতিতে সেটা সহায়ক হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচ ম্যাচই ছিল ২৯ মে। বাফুফে চারটি ম্যাচ ২৭ মে এনেছে। চট্টগ্রাম আবাহনী ও ফর্টিসের ম্যাচটি ২৯ মে অনুষ্ঠিত হবে৷
ইতোমধ্যেই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত সংশোধিত সূচি ক্লাবগুলোকে পাঠানো হয়েছে।