জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে রবিউল, আজাদসহ সাত থেকে আটজনের একটি দল। তাদের দেখে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে রবিউল এবং আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন অন্যরা।
লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রবিউল ও আজাদসহ তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ১৫০ থেকে ২০০ গজ অভ্যন্তরে থাকা অবস্থায় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
এ বিষয়ে বিজিবি কোম্পানির কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                 
                                 
                                 
                                