নিজস্ব প্রতিবেদন : ড. ইউনুস চলে গেলে “জাতি হবে ব্যর্থ আর বিপ্লবীরা কলঙ্কিত” হবে বলে মন্তব্য করেছেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।
শনিবার “গণমুক্তি জোট”- এর কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরী সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুরো জাতিকে নতুন স্বপ্ন দেখিয়েছেন উল্লেখ করে গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, সংস্কারই বলুন অথবা নির্বাচন , দায়িত্ব যেহেতু প্রফেসর ইউনুস নিয়েছেনই , সেহেতু তা সমাপ্ত করেই জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, মাঝপথে ড. ইউনুস সব ছেড়ে চলে যান তবে জাতি হবে ব্যর্থ আর বিপ্লবীরা কলঙ্কিত। রাজনৈতিক দলগুলোর ঐক্যের কোন বিকল্প নেই জাতীয় সংলাপের মাধ্যমেই যেকোনো রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব। তবে রাজনৈতিক দল গুলোর আরো সহনশীল আচরণ করার প্রয়োজন রয়েছে।
ড. শাহরিয়ার ইফতেখার বলেন, কথায় কথায় যমুনা ঘেরাও অথবা রাস্তাঘাট বন্ধ করে বেরিকেট দেওয়ার কর্মসূচি জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
জোটের চেয়ারম্যান জানান, মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা ই হলো গণমুক্তিজোটের প্রধান লক্ষ্য ।
এসময় জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ-এর সভাপতিত্বে, বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনদের উপস্থিতি ছিলেন।