ঢাকারবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ খান নাকি শাকিব খান

Hamidul Haque
মে ২৪, ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলতি বছরে মেট গালায় শাহরুখ খানের উপস্থিতি ছিল ঐতিহাসিক। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে কিছুদিন আগে বিশ্বমানের এই ফ্যাশন ইভেন্টে ইতিহাস গড়েন তিনি। ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে মেট গালা ২০২৫-এর লালগালিচায় পা রেখে মুগ্ধতা ছড়িয়েছেন বলিউড বাদশা।

এসময় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নজর কাড়েন শাহরুখ।
তাঁর পরনে ছিল সিল্কের শার্ট, প্যান্ট ও তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট। গলায় হীরা, পান্না ও সোনার গয়না; বিশেষ নজর কাড়ে হীরাখচিত ইংরেজি ‘K’ অক্ষরের লকেট। হাতে আংটি, ঘড়ি, কালো চশমা আর ছড়িও ছিল লুকের অংশ। সব মিলিয়ে ঝলমলে রাজকীয়তায় মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের।

সেই আসর শেষ হলেও তার রেশ যেন রয়ে গেছে এখনও, কিংবা বলা যেতে পারে মেট গালায় শাহরুখের পোশাক নিয়ে সর্বমহলে শুরু হয় আলোচনা, সোশ্যাল মিডিয়ায় কুড়ায় ব্যাপক প্রশংসা। এরপর কেউ কেউ শাহরুখের সেই লুকে নিজেকে আবিষ্কারের চেষ্টা করেছেন বটে।

এবার যেন ঢালিউড সুপারস্টার শাকিব খান দেখা দিলেন সেই একই রকম লুকে! শুক্রবার সন্ধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন এই নায়ক। যেখানে তাকে দেখা গেলে ‘ব্ল্যাক স্টাইল’ থিমে।

তাঁরও পরনে ছিল কালো শার্ট, প্যান্ট ও লম্বা কোট। গলায় গয়না; তবে বিশেষ নজর কাড়ে তার কোর্টে পালকের ওপরে পান্নাখচিত ইংরেজি ‘K’ অক্ষরের লকেট। হাতে আংটি, কালো চশমা ছিল লুকের অংশ। সব মিলিয়ে যেন শাকিবও বেশ ঝলমলে, যে লুকে মুগ্ধ ফ্যাশনপ্রেমীরাও।

হঠাৎ শাকিব খানের এমন লুকের কারণ কী! আজ শুক্রবার সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই নায়ক।

সেখানে এমন লুকেই ধরা দেন সুপারস্টার। শুধু তাই নয়, এদিন নিজের অভিনীত সিনেমার গানে স্টেজ পারফরমও করেন শাকিব।
তবে কেউ কেউ ধারণা করছেন, মেট গালার লাল গালিচায় শাহরুখ খানের লুক রিক্রিয়েট করছেন শাকিব খান। যেহেতু তিনি নিজেও এই বলিউড অভিনেতার একজন ফ্যান। আবার অনেকেই বলছেন, কে সেরা? শাহরুখ খান নাকি শাকিব খান!

এদিকে আসন্ন ঈদুল আজহায় ‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, ডা. এজাজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।