ঢাকারবিবার , ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

Hamidul Haque
মে ১৯, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) ভোরে উপজেলা ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিজিবির আওতাধীন রাজাপাড়া সীমান্ত পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানান, ভারতের মেঘালয় সীমান্তে সে দেশের সরকার কারফিউ জারির পর বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সুনামগঞ্জের সীমান্ত এলাকা বসবাসকারী লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানায় পাশাপাশি বিজিবি নজরদারি বাড়ায় ও বিএসএফের কঠোর নজরদারিতে রয়েছে সীমান্ত। এ অবস্থায় আজ সোমবার (১৯ মে) ভোররাতে বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বর দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাই পণ্য বহন করে আনার জন্য সামসুলসহ চার-পাঁচজন প্রবেশ করে। এ সময় বিএসএফ কর্তৃক বাধা প্রদান করলে চোরাকারবারিদের সঙ্গে বিএসএফের দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে ফায়ার করে।

এতে শামসুলের বাম হাতে ২টি গুলি লেগে গুলিবিদ্ধ হয়। তার সঙ্গে থাকা লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে।
জানা গেছে, আহত শামসুল স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ শেষে উন্নত চিকিৎসার নিমিত্তে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে আশঙ্কামুক্ত হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

সামসুলের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ শামসুল হককে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, নাগরিকরা চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।