গুলশানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গুলশানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0 2

নিজস্ব প্রতিবেদক : তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে রাজধানীর গুলশান-১ এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১৮ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

অভিযানে গুলশান-১ এর ৩০,৩২,৩৩ ও ৩৪ নম্বর সড়কে সার্ভিস লাইন থেকে প্লাস্টিক কয়েল পাইপের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ পরিলক্ষিত হয়। এ সময় আনুমানিক ৪৮০ ফিট ১ ইঞ্চি প্লাস্টিক কয়েল পাইপ জব্দ করা হয় এবং সোর্স কিলিং করা হয়।

অভিযানে মোট ২ হাজার ২৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.