গানে বিশ্ব জয় করলেও এখন অভিনয়েই বেশি মনোযোগী আরিয়ানা গ্রান্ডে
গানে বিশ্ব জয় করলেও এখন অভিনয়েই বেশি মনোযোগী আরিয়ানা গ্রান্ডে
বিনোদন ডেস্ক: পেশাদার গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে। কিন্তু, ইদানীং গানের বদলে অভিনয়ের সময় দিচ্ছেন বেশি। বিশেষ করে গত বছর মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকেড’-এ অভিনয় করে দারুণভাবে প্রশংসিত হওয়ার পর থেকেই এদিকটায় তার মনোযোগ বাড়তে থাকে। তার ওপর এ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন অস্কার, বাফটা এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন।
বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস ক্যাটাগরির এ মনোনয়নগুলোই তাকে নতুন করে অভিনয়ে আরো বেশি করে উদ্বুদ্ধ করেছে। অথচ মাত্র ৩১ বছরের জীবনে ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ অর্জিত ৮২৫টি মনোনয়নের মধ্যে যে ৩৩০টি অ্যাওয়ার্ড জিতেছেন, সেগুলোর অধিকাংশই সংগীতে অবদানের জন্য। যদিও তার কাছে মনোনয়নই দুর্দান্ত স্বীকৃতি। এ কারণেই চলতি বছর মুক্তি প্রতিক্ষীত উইকেড সিক্যুয়ালের দ্বিতীয় সিনেমার একই চরিত্রে বিশেষভাবে মনোযোগী হয়েছেন এ অভিনেত্রী।
জন এম. চু পরিচালিত ‘উইকেড’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ২২ নভেম্বর। এরইমধ্যে মাত্র ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বক্সঅফিস থেকে আয় করেছে প্রায় ৮০০ মিলিয়ন ডলার। প্রথম সিনেমার সাফল্যে উজ্জীবিত এ সিক্যুয়ালের দ্বিতীয় সিনেমার প্রতিটি সদস্য। গ্র্যান্ডে নিজেও গ্লিন্ডা চরিত্রের ধারাবাহিকতা ধরে রাখতে দারুণ পরিশ্রম করছেন।
মাসকয়েক আগে কথা উঠেছিল ব্রিটিশ কিংবদন্তী অভিনেত্রী অড্রে হেপবার্নের চরিত্রে অভিনয় করতে চলেছেন আরিয়ানা গ্র্যান্ডে। তবে, এমন একটি চরিত্রে কবে অভিনয় করবেন তিনি-এমন প্রতীক্ষার মাঝেই ভক্তদের অনেকটা হতাশ করেছেন সাতটি স্টুডিও অ্যালবামের এ কণ্ঠশিল্পী। তিনি নিজেই ন্যাশনাল বোর্ড অব রিভিউ’র এক অনুষ্ঠানে ভক্তদের কাছে বিষয়টি খোলাসা করেছেন।
তিনি বলেছেন, ‘আমি আসলে এমন একজন গুণী মানুষের বায়োপিকে অভিনয় করতে আগ্রহী। বলতে পারেন, এটা করার জন্য মুখিয়ে আছি। আমি খুব শিহরিত এ কারণে যে, এ চরিত্রে অভিনয় করতে হবে অত্যন্ত নিখুঁতভাবে। মানে অভিনয় হতে হবে একশ’তে একশ।’
আমেরিকান পপ আইকন আরিয়ানা গ্র্যান্ডের অভিনয় ক্যারিয়ার খুব বেশি বড় না হলেও তার সংগীত ক্যারিয়ার তাকে একজন তারকার মর্যাদা দিয়েছে। বিশ্বের সর্বাধিক বিক্রিত অ্যালবামের শিল্পীদের তালিকায় তার নাম রয়েছে। বিশ্বব্যাপি তার গাওয়া গানের অ্যালবাম ৯০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। সংগীত ক্যারিয়ারে দুবার গ্র্যামি, একবার ব্রিট অ্যাওয়ার্ড পেয়েছেন এ শিল্পী। দুটি বিলবোর্ড, তিনটি আমেরিকান মিউজিক, দশটি এমটিভি ভিডিও মিউজিক পুরস্কার রয়েছে তার দখলে। উনত্রিশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার নামের পাশে জ্বলজ্বল করছে।
২০২০ সালে ফোর্বস তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত মহিলা সংগীতশিল্পী হিসাবে স্থান দিয়েছে। তার পরিবেশনায় মারায়া ক্যারি, হুইটনি হিউস্টনের মতো শিল্পীদের প্রভাব থাকা সত্ত্বেও নিজস্ব স্টাইল তৈরি করে একটা শক্ত অবস্থান তৈরি করেছেন আরিয়ানা। দশ বছর বয়স থেকে দানশীলতায় সক্রিয় এ সংগীতশিল্পী অভিনয় ক্যারিয়ার নিয়ে কতটা ওপরে উঠবেন, সেটাই এখন দেখার বিষয়।