ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে মুস্তাফিজ মাঠে নামছেন কবে, দেখে নিন সূচি

News Editor
মে ১৫, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আচমকা এক খবরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যেন নড়েচড়ে বসেছেন। আইপিএলের শেষ দিকে এসে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। যদিও একই সময়ে বাংলাদেশের সিরিজ থাকায় বিসিবি থেকে এনওসি বা ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

আইপিএলের সর্বশেষ নিলামে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। শেষ কয়েক আসরে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানও ছিলেন অবিক্রিত। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দলের সঙ্গে মিরপুরে অনুশীলন ক্যাম্প করেছেন মুস্তাফিজ। গতকাল দলের সঙ্গে আরব আমিরাতে চলেও গেছেন। টাইগার পেসারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নির্ভর করছে বিসিবির ওপর।

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই যার যার দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে। এর আগেও দুই আসরে দিল্লির হয়ে খেলেছেন ফিজ। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

অনাপত্তিপত্র পেলেও আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। গ্রুপপর্বে দিল্লি ক্যাপিটালসের ম্যাচই বাকি তিনটি। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে আছে। লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। অবশ্য প্লে-অফে উঠতে পারলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে।

দিল্লির লিগ পর্বের বাকি অংশের সূচি 
১৮ মে, রাত ৮টা – দিল্লি বনাম গুজরাট টাইটান্স, দিল্লি
২১ মে, রাত ৮টা -মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি, মুম্বাই
২৪ মে, রাত ৮টা- পাঞ্জাব কিংস বনাম দিল্লি, জয়পুর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।