পরিচালক হাসিব হোসাইন রাখি পরিচালিত আসন্ন কোরবানি ঈদের বিশেষ নাটকে কাজ করার সময় অভিনেত্রীর এমন দুর্ঘটনা ঘটে। নাটকের শুটিং চলছিল চট্টগ্রামে। সে শুটিং স্পটেই রোববার (১১ মে) সন্ধ্যায় আহত হন অভিনেত্রী।
সংবাদমাধ্যমে তটিনীর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুব।
তিনি বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। রোববার (১১ মে) সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। এতে মাথায় চোট পায় তটিনী।
তৌসিফ আরও বলেন, এ দুর্ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে (ম্যাক্স হাসপাতালে) নিয়ে যাই। চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ তার বিশ্রাম প্রয়োজন।
অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে এ অভিনেতা বলেন, তটিনী আপাতত ভালো আছে। তবে এখনও চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। তটিনীকে কথা বলতে নিষেধ করা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের এক বাংলোতে ঈদের বিশেষ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ জুটি। শুটিং চলাকালে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পান অভিনেত্রী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                                                             
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                