ঢাকাশুক্রবার , ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

Hamidul Haque
মে ৩, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা-নেত্রকোনা সড়কে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা মসজিদের পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। মায়ের সাথে কয়েকদিন আগে কলমাকান্দার হীরাকান্দা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।

তার নানার নাম দুলাল মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকচাপায় শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামিয়ে চালককে আটক করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ট্রাকটি হেফাজতে নেয়।
কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজমূল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এই দিকে দুর্ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, ধানের মৌসুমে অনেক কৃষক সড়কের পাশে ধান ও খড় শুকাতে দেন।

এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এই বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতা বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।