ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Hamidul Haque
মে ৩, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে মিজানুর রহমান (৪০) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার নরিল্লা সান্ডাইলপুর এলাকার মৃত মান্নানের ছেলে মিজানুর রহমান। তিনি ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন।

মিজানুর রহমানের চাচা আব্দুস সালাম বলেন, স্থানীয় মসজিদ, মাদরাসা এবং ঈদগাহ মাঠ পরিচালনা করেছেন মিজানুর রহমান। দেড় শতাংশ জমি নিয়ে বিএনপি নেতা আলামিনের সঙ্গে তার বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে মিজানুর রহমান একটি দোকানে চা পান করতে যান। এ সময় আলামিন তাকে ডেকে নিয়ে অন্যস্থানে যান।

পরে কয়েকজন মিলে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে শভপল মসজিদের সামনে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর মিজানুর রহমানের মৃত্যু হয়।

আমরা এ মর্মান্তিক হত্যার বিচার চাই।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।