ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর প‌রি‌বে‌শে অনু‌ষ্ঠিত হ‌লো ” মণিপুরী কনভেনশন ২০২৪ “

নিউজ ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৪ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক: দে‌শে আধিবাসী‌দের ম‌ধ্যে অন‌্যতম ম‌ণিপুরী সম্প্রদায়। নিজস্ব স্বকীয়তা বজায় রেখে দে‌শের উন্নয়নে অবদান রাখতে চান মণিপুরী জনগণ। শুক্রবার দুপুরে পারস্প‌রিক সম্প্রী‌তি বৃ‌দ্ধি ও সংস্কৃ‌তি চর্চায় মুক্তিযোদ্ধ জাদুঘর মিলনায়ত‌নে ” মণিপুরী কনভেনশন ২০২৪ ” এর আয়োজন ক‌রে এর ইমা বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইমা বাংলাদেশের সভাপতি ওইনাম রমেন্দ্র ।

দুই প‌র্বের এই অ‌ধি‌বেশ‌নে যোগ দেন দুইজন সংসদ সদস‌্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

উদ্বোধনী প‌র্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন সংর‌ক্ষিত নারী আস‌নের সংসদ সদস‌্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী। ব‌ক্তবে তিনি সবার ভাগ্য ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।রুমা চক্রবর্তী ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০৩০ অর্জনের জন্য, কাজ করে যেতে হবে এবং ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, এবং স্মার্ট অর্থনীতি অর্জনের জন্য পরিশ্রম করলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

এসময় ইমা বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট জি পদ্মা শর্মার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খোঙজম রবিই, য়াইখোম নলিনী, হিজম দ্বিজেন সিংহ ।

পরবর্তী অ‌ধি‌বেশ‌নে যোগ দেন সংসদ সদস‌্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অ‌ধি‌বেশ‌নে তিনি চুনারুঘাটে মণিপুরী কমপ্লেক্স স্থাপনে সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন । এছাড়া তিনি বলেন, চুনারুঘাট মাধবপুর নির্বাচনি এলাকায় অনেক নৃগোষ্ঠী রয়েছে – তাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় যা কিছু রয়েছে তা করার চেষ্টা করবেন। এসময় তি‌নি তাৎক্ষণিক ভাবে বিশেষ অনুদান হিসেবে ১২.৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন।

এই প‌র্বে ডা: অরুণ কুমার শর্মা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরাইজম অনিল চন্দ্র সিংহ সভাপতি, ইমা সেন্ট্রাল কমিটি ইউএসএ,বিশেষ অতিথি ছিলেন লৌরম্বম আশাপূর্ণা সেক্রেটারি জেনারেল, ইমা কেন্দ্রীয় কমিটি এবং ব্রান্ড এমবেসেডর ছিলেন সোমা লাইশ্রম।স্বাগত বক্তব্য রাখেন টিএইচ নির্মলেন্দু শর্মা।

প‌রি‌শে‌ষে ইম্ফাল মণিপুর, আগরতলা ত্রিপুরা ও বাংলাদেশ এর শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শেষ হয় মণিপুরী কনভেনশন ২০২৪।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।