নিজস্ব প্রতিবেদক: এবারের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ৩ টায়, মহাখালীস্ত পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তিনি এ ঘোষণা করেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব আজিজুর রহমান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণায় স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছিল ১,০৪,৩৭৪ জনের। সেখান থেকে পরীক্ষায় অংশ নেন ১,০২,৩৬৯ জন প্রার্থী। অনুপস্থিতির হার ছিল ১.৯২%। পরীক্ষায় পাশ নম্বর ধরা হয়েছে ৪০% নম্বর। সে অনুযায়ী এবছর মোট ৪৯,৯২৩ জন পাশ করেছে। এদের মধ্যে পুরুষ ২০,৪৫৭ জন, নারী ২৯,৪৬৬ জন।
এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে তানজিম মুনতাকা সর্বা।
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা সরকারি মেডিকেল কলেজে ১৮/০২/২০২৪ খ্রি থেকে ২৪/০২/২০২৪ খ্রি. পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহনের বিজ্ঞপ্তি আগামী ১৪/০২/২০২৪ খ্রি. তারিখে প্রকাশিত হবে।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                 
                                 
                                 
                                