ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, বিএনপি মনে করে যখন ক্ষমতায় যাবে তখন নির্বাচন করবে। সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর গেল। এই রকম বোধ হয় কেয়ামত পর্যন্ত যেতে থাকবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেন, বিএনপি করছি আগে। এখন আওয়ামী লীগে আসছি। কেন আসছি? আমরাতো স্বাধীনচেতা মানুষ। ব্যাঙের প্রসাবে পাছার খাওয়ার মানুষ আমরা না। বাঘের গর্জন শোনা যায়, কিন্তু খেক শিয়ালের হুয়াক্কা হুয়া বড় বিচ্ছিরি। বুঝতে পারছেন কোথায় হিট করছি।
তিনি বলেন, কোনো দল নির্বাচনে না আসলে আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। মানুষ দল করে নির্বাচন করার জন্য। সব নির্বাচনে জিততে হবে এমন কথা আছে? সংসদে তো প্রতিনিধি থাকলেই গণতান্ত্রিক ব্যবস্থা হয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
মাওলানা সিদ্দিকুর রহমান কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সভা শুরু করেন। পরে হিন্দু ধর্মের গীতা পাঠ করেন পবিত্র হালদার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল, জেলা পরিষদ সদস্য মো. ফাইজুল আলম সিদ্দিকী ফিরোজ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                 
                                 
                                 
                                