ঢাকাশনিবার , ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সন্তান স্কুল পালালে বাবা-মাকে যেতে হবে জেলে

নিউজ ডেস্ক
আগস্ট ২৬, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: উপযুক্ত কোনো কারণ ছাড়াই সন্তান যদি টানা ২০ দিন স্কুলে না যায় তাহলে বাবা-মাকে কারাদণ্ড দেওয়ার নীতি গ্রহণ করেছে করেছে সৌদি আরব।

শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শিশু সুরক্ষা আইন অনুযায়ী নতুন সিদ্ধান্তটি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আসন্ন শিক্ষাবর্ষে শিক্ষার মান বাড়াতেই এই উদ্যোগ।

সৌদি পত্রিকা মক্কা-এর বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, যদি কোনো শিক্ষার্থী কোনো বৈধ অজুহাত ছাড়া ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে তাদের অভিভাবক শিশু সুরক্ষা আইনের অধীনে তদন্তের মুখোমুখি হবেন।

তদন্ত শেষে মামলাটি আদালতে পাঠানো হবে। এ ক্ষেত্রে যদি শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে অভিভাবকদের অসাবধানতার প্রমাণ পাওয়া যায়, তাহলে বিচারক তাঁদের বিরুদ্ধে জেলে যাওয়ার সাজা দেওয়ার ক্ষমতা রাখবেন।

প্রতিবেদন অনুসারে অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াটি বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথমত, স্কুলের অধ্যক্ষকে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগে মামলাটি রিপোর্ট করতে হবে। পরে এটির তদন্ত শুরু হবে। ধারাবাহিকভাবে দেশের শিক্ষা মন্ত্রণালয় মামলাটির কার্যক্রম গ্রহণ করবে। সর্বশেষ একটি পারিবারিক যত্ন বিভাগ স্কুল থেকে অনুপস্থিতির কারণ জানতে শিক্ষার্থীর বক্তব্য শুনবে। এভাবে প্রয়োজনে মামলাটি আদালতে গড়াবে।

জানা গেছে, সৌদি আরবের ৬০ লাখের বেশি শিক্ষার্থী দুই মাস গ্রীষ্মের ছুটি কাটিয়ে স্কুলে ফিরে এসেছে। দেশটির শিক্ষা কার্যক্রমে সম্প্রতি সৌদি শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যসূচিতে ভূতাত্ত্বিক বিজ্ঞান, মহাকাশ এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মতো নতুন কতগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।