ঢাকামঙ্গলবার , ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনে আস্থা রাখতে চায় যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
জুলাই ৫, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের বিষয়ে আস্থা প্রদর্শন করেছে যুক্তরাজ্য। দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে ব্রিটিশ সরকারের অঙ্গীকারের কথা ব্যক্ত করেছে।

বুধবার (৫ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী নাইজেল হাডলস্টন বৈঠক করেন। বৈঠককালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আরও রাজনৈতিক ও আর্থিক সহায়তার ক্ষেত্রে তার সরকারের অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে তারা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রতি আস্থা প্রদর্শন করেন।

বৈঠকে এভিয়েশন সেক্টরে সহযোগিতা, বিশেষ করে এয়ারবাসের নতুন বহর, প্রযুক্তিগত সহায়তা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কর্মশালার আয়োজন নিয়ে আলোচনা হয়। এছাড়া পর্যটন খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণের জোর, সেবা খাত, চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম, যুক্তরাজ্যের ডিসিটিএস-এর অগ্রাধিকারমূলক ট্রেডিং স্কিমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ, রোহিঙ্গাদের জন্য সহায়তা, আসন্ন জাতীয় নির্বাচন এবং আইওএমে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়।

ব্রিটিশ প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি এভিয়েশন হাব করার স্বপ্ন বাস্তবায়নে পর্যটন খাতে দক্ষতা ভাগাভাগি এবং ঢাকায় আসন্ন কমনওয়েলথ বাণিজ্য মেলায় বেশ কয়েকটি ব্রিটিশ কোম্পানির অংশগ্রহণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।