ঢাকামঙ্গলবার , ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁওয়ে জুয়া খেলার অপরাধে ইউপি সদস্যকে গ্রামবাসীর গণধোলাই

Hamidul Haque
অক্টোবর ১৪, ২০২০ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুয়া খেলার অপরাধে এক ইউপি সদস্যকে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। গতকাল বুধবার দুপুরে বারদী ইউনিয়নের শান্তীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার বারদী ইউনিয়নের ৫নং ওর্য়াডের সদস্য ও চেঙ্গাকান্দী গ্রামের হাসেম মিয়ার ছেলে ফারুক হোসেন দীর্ঘ দিন যাবৎ জুয়ার আসর বসিয়ে যুব সমাজের অবক্ষয় ও এলাকার পরিবেশ নষ্ঠ করে আসছিল। এলাকাবাসী ইউপি সদস্য ফারুকে একাধীকবার বাধাঁ দিলেও ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন সে জুয়া খেলা চালাতে থাকে। প্রতি দিনের ন্যায় গতকাল বুধবার দুপুরেও সে বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় জুয়ার আসর বসালে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে শান্তিরবাজার ও চেঙ্গাকান্দী গ্রামের লোকজন একত্রিত হয়ে তাকে গণধোলাই দেয়। এসময় তার সাথে থ্কাা অপর জুয়াড়িরা পালিয়ে যায়। আহত ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বারদী ইউনিয়নের ৫নং ওর্য়াডের সদস্য ফারুকে বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছেও গ্রেফতার হয়েছে বলে থানা সূত্রে জানাযায়। বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হকের হিসেবে পরিচিত বলে একাধীক সুত্রে জানাযায়। এ ব্যাপারে চেয়ারম্যানের মুঠো ফোনে কল দিলে সংযোগটি বন্দ পাওয়া যায়।
সোনারগাঁও থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম জানান, ইউপি সদস্যকে গণধোলাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এঘটনায় মামলার প্রস্ততি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।