সিদ্ধিরগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু বকরকে (৫৯) নামে এক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (১২ অক্টোবর) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার দুই বোন ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। ধর্ষক আবু বকর বাড়ির মালিকের অবর্তমানে ওই বাড়ির দেখাশোনা করতো বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, গত ৫ অক্টোবর মৌচাকের একটি কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবু বকর ওই কিশোরী (একজনের বয়স ১২, অন্যজনের ১৫) দুই বোনকে ডেকে তার বাসায় নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি সোমবার রাতে জানাজানি হলে এলাকাবাসী থানায় ফোন করে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বাড়ির কেয়ারটেকার অভিযুক্ত আবু বকরকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে আটক করে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ ঘটনায় ভোরে মামলা হয়েছে৷ গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে৷ ভুক্তভোগী কিশোরীদের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে৷