নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় ৯,১২০ পিস ইয়াবাসহ শাহা আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ ।
শনিবার দুপুরে সাড়ে ১১ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানাযায় গ্রেফতারকৃত আসামী মোঃ শাহা আলী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পঞ্চবটী এলাকার মোঃ আঃ রব মিয়ার ছেলে।
রোববার বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার সাড়ে ১১ টার দিকে র্যাব-১১, সিপিএসসি’র মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন ছোট সাদিপুর এলাকা হতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকা মোঃ শাহা আলীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাহা আলী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ সে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দীর্ঘদিন যাবত ক্রয়-বিক্রয় করে আসছিল।