ঢাকামঙ্গলবার , ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ের সাদিপুর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ উদ্ধার করেছে,পুলিশ

Hamidul Haque
অক্টোবর ৩, ২০২০ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

না,গঞ্জের  সোনারগাঁ উপজেলার সাদিপুর গ্রাম থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সানজিদা (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শনিবার সকালে সাদিপুর চোতরাপাড়া গ্রামের কাঠাল গাছ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সানজিদার স্বামী শামীম মিয়াকে মদনপুর এলাকা থেকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।

জানাযায়,শামীম মিয়া কুমিল্লা জেলার বানছারামপুর কাইরাকান্দি গ্রামের গ্রামের হিরন মিয়ার ছেলে। তারা মদনপুরের চাঁনপুর এলাকার কাসেম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।

এলাকাবাসী জানান, উপজেলার সাদিপুর চোতরাপাশা গ্রামের মৃত সাফিজ উদ্দিনের মেয়ের সাথে কুমিলা জেলার বানছারামপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে শামীম মিয়া (২৫) সাথে গত ৫মাস আগে সানজিদার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারে তার স্বামী শামীম মাদকাসক্ত এ নিয়ে দুই পরিবারের মধ্যে মাঝেমধ্যে দ্বন্ধের সৃষ্টি হতো।

সানজিদার স্বামী শামীম মিয়া বলেন, গতকাল আমার স্ত্রী বাড়িতে যাওয়ার কথা বললে আমি তাকে অটোরিক্সা করে সাদিপুর বাসষ্ঠ্যান্ডে নামিয়ে দিয়ে বাড়িতে চলে আসি। এরপর আর আমার স্ত্রীর সাথে আমার কোন যোগাযোগ হয়নি।

সানজিদার মা সালমা আক্তার জানান, বিয়ের পর থেকে তার মেয়ের পরিবারের সাথে দ্বন্ধ চলছিল। সেই দ্বন্দের জেরে তার মেয়েকে হত্যা করে লাশ গাছে ঝুড়িয়ে রেখেছে।

উপজেলার মীরেরটেক ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, সানজিদা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেরে বিস্তারিত বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।