ঢাকাসোমবার , ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের ধান কেটে দিলেন ইউএনও সাইদুল ইসলাম

Hamidul Haque
জুন ৯, ২০২০ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সারা দেশের মতো চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইদুল ইসলামের। উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে আজ মঙ্গলবার সনমান্দী ইউনিয়নের কৃষকের ধান কেটে দেন সনমান্দী ইউনিয়নের ছাত্রলীগ ও বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ এর নেতাকর্মীরা। কৃষকদের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের উপ-প্রচার সম্পাদক আবু কাউসার আহমেদ, সনমান্দী ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফারহান আহমেদ পলাশ,সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সাংগঠনিক সম্পাদক মোমেন হাসান বাদশা,প্রচার সম্পাদক মাসুম মোল্লা, মহিলা আওয়ামী লীগ নেত্রী শ্যামলী চৌধুরী, উপজেলা সহকারী কৃষি অফিসার আবু নাসের প্রমুখ।

ভুক্তভূগী কৃষক বলেন, ‘ধান কাটার শ্রমিক না পেয়ে বিপাকে পড়েছিলাম। ঠিক তখনি সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার সাইদুল ইসলাম স্যারের উদ্যোগে সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নে ছাত্রলীগ ও বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ এর নেতাকর্মীরা ধান কেটে দেয়ার অনুভু‌তি প্রকাশ করার মতন না । এমন সম‌য়ে এ‌গি‌য়ে আসায় জন‌নেত্রীর প্র‌তি কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, শ্রমিকের অভাবে যারা পাকা ধান কাটতে পারছে না তাদের আমরা কেটে দিচ্ছি এবং ধান মাথায় ক‌রে বা‌ড়ি দি‌য়ে আসছি । আমা‌দের কর্মকাণ্ড অব্যাহত থাক‌বে। আগামী‌তেও অসহায় কৃষক‌দের ধান আমরা কে‌টে দিবো ইনাশাআল্লাহ । আপনার আ‌শে পা‌শের অসহায় কৃষ‌কের সন্ধান আমা‌দের দিন তাদের জন্য কিছু কর‌তে পার‌লে আত্মতৃপ্তি পাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।