সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইদুল ইসলামের সাথে সিসিএস ও সিওয়াইবির স্বেচ্ছাসেবী দল সৌজন্য স্বাক্ষাত করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ ঘটিকায় সোনারগাঁ উপজেলা কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের চাকরীর ৯ বছর অতিবাহিত হওয়ায় তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি উপজেলার স্বেচ্ছাসেবী কাজের সার্বিক দিক তুলে ধরেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ও কনসাস কনজুমার সোসাইটির (সিসিএস) করোনায় স্বেচ্ছাসেবী দলের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক মনিরুল ইসলাম মনি।
সিসিএস ও সিওয়াইবির স্বেচ্ছাসেবী দলের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম স্বেচ্ছাসেবী কাজের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি তাদের কে প্রশাসনের পক্ষ থেকে যেকোন সহায়তা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, করনায় স্বেচ্ছাসেবী দল নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে রক্ত দান, করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন, ত্রান সামগ্রী বিতরণ, জনসচেতনতা মূলক কার্যক্রম সহ আরো সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন সিসিএস ও সিওয়াইবির স্বেচ্ছাসেবী দলের সোনারগাঁ থানা সমন্বয়ক কামরুজ্জামান রানা, উপজেলা দায়িত্বশীল অমিত হাসান মিরাজ, ফতুল্লা থানা সমন্বয়ক ফয়সাল হোসেন, বিডি ক্লিন সোনারগাঁও উপজেলা টিমের পক্ষ থেকে মশিউল আলম, বিশিষ্ট সাংবাদিক ও এডভোকেট ফিরোজ মিয়া, পরিবেশ উন্নয়ন সোসাইটির হোসাইন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, ব্লাড ফর নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের সাইফুল ইসলাম, সৌরভ আজম, সাংবাদিক আমির হোসেন প্রমুখ।