ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক
জুন ২৭, ২০১৯ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

এসএম আবু কাউসার, রূপগঞ্জ :নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষ বাহিনীর হাতে সংরক্ষিত নারী ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহত কুট্রির মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে ১১জন নামীয় ও আরো অজ্ঞাত ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (অপারেশ) রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য ও চনপাড়া(বস্তির)সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী বিউটি আক্তার কুট্রি চনপাড়ার নিজ বাড়ী থেকে বস্তির ২ নং ওয়ার্ডের বাবুল ব্যাপারীর স্ত্রী খালেদা আক্তারকে সাথে নিয়ে হাটতে বের হয়।হেটে ডেমরা-ইছাখালী সড়কের পশ্চিমগাঁও এলাকার বাবুলের বাড়ীর সামনে পৌছেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে কুট্রিকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে বুধবার রাতেই চনপাড়া বস্তি এলাকার স্বপন, জয়নাল, আনোয়ার, জামালসহ ১১জন নামীয় ও আরো অজ্ঞাতনামা ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন যে, নিহত নারী ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রির স্বামী হাসান মুহুরীকে ২ বছর পূর্বে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় বিউটি আক্তার কুট্রি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন। এদিকে মামলার আসামীরা জেল থেকে জামিনে বের হয়ে কুট্রিকে বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করে আসছে। উক্ত মামলার আসামীরাই কুট্রিকে প্রকাশ্যে দিবালোকে এলোপাথারী কুপিয়ে হত্যা করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, হত্যাকান্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরকরা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তাং ২৭/০৬/১৯ইং এসএমআবু কাউসার রূপগঞ্জ প্রতিনিধি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।