প্রশ্নফাঁসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র দু’দিনের রিমান্ডে

0 304

ভুয়া প্রশ্নফাঁস ও ফলাফল পরিবর্তনকারী চক্রের সক্রিয় সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে শনিবার রাতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট অ্যান্ড ই-মেইল ক্রাইম টিম হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর রোববার তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হলে আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতাররা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ইমরান খসরু, একই বিশ্ববিদ্যায়েরর ভাষা বিজ্ঞানের ছাত্র মো. আহ্সান হাবীব ও মো. ইমরান হোসেন রাকিব। তাদের কাছ থেকে এইচএসসি পরীক্ষার একাধিক ছাত্রছাত্রীর গ্রেড সিট ও ডকুমেন্ট উদ্ধার করা হয়।

ডিএমপির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, সাইবার ক্রাইম বিভাগ তাদের মোবাইল ডিভাইস ও ফেসবুক পর্যালোচনা করে জানতে পারে, তারা বিভিন্ন ফেইক ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি, দাখিল, এইচএসসি পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্ন সরবরাহ, ফেল সাবজেক্টগুলোতে পাস করিয়ে দেবে, ‘এ-প্লাস’, ‘গোল্ডেন-এ’ পাইয়ে দেবে মর্মে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

Leave A Reply

Your email address will not be published.