নিহত স্ত্রীর গলায় কামড়ের চিহ্ন, স্বামী আটক

0 535

নিউজ ট্রেইলারঃখুলনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। অভিযুক্ত মাহমুদ আলম আর্মড পুলিশের নায়েক।

শনিবার (৬ এপ্রিল) দুপুর ২টায় স্ত্রী জোয়ানা আকতার উষাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই জোয়ানা আকতার উষা মারা গেছেন।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাদামতলা এলাকার মনিরুল ইসলামের ভাড়া বাসায় থাকতেন মাহমুদ ও তার স্ত্রী। শুক্রবার রাতে রান্না করা খাবার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন মাহমুদ। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরেই ফেলে রেখে চলে যান মনিরুল ইসলাম। ঘটনার দিন দুপুরে প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় উষাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের গলায় কামড়ের চিহ্ন রয়েছে। হত্যার কারণ খঁজে বের করতে মরদেহের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নায়েক মাহমুদকে আটক করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, জোয়ানা আকতার উষার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। ছয় মাস আগে তাদের বিয়ে হয়। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাতে রান্না নিয়ে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.