ময়মনসিংহ সিটিতে ভোট ৫ মে

0 403

নতুন ঘোষিত ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের ভোটগ্রহণ হবে ৫ মে। এ নির্বাচনে ১৩০ টি কেন্দ্রের সব কটিতে ইভিএমে ভোট হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ এপ্রিল, বাছাই হবে ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল।

ইসি ৪৬তম বৈঠকে ময়মনসিংহ সিটি নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। এরপর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন।

সচিব জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনে ৪৬টি ওয়ার্ড রয়েছে। নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

গত বছরের এপ্রিল মাসে ময়মনসিংহকে নতুন সিটি করপোরেশন করা হয়। ময়মনসিংহ দেশের দ্বাদশ সিটি করপোরেশন। গত বছরের ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ময়মনসিংহকে সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.