ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন ছবি-বিবাহ অভিযান

নিউজ ডেস্ক
মার্চ ২০, ২০১৯ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয় করতে যাচ্ছেন কলকাতার একটি নতুন ছবিতে। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই নতুন ছবির নাম ”বিবাহ অভিযান”। ছবিটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশকে। এরইমধ্যে ছবিটিতে কাজ করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরত ফারিয়া।

এ প্রসঙ্গে কলকাতায় অবস্থানরত নুসরাত ফারিয়া জানালেন,বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিটির কাহিনী বেশ মজার। খুব শীগ্রই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। শুরু হবে শুটিং। এই ছবি প্রসঙ্গে আরও জানা গেছে যে, প্রথমে এই ছবিটিতে অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধার কথা ছিলো কলকাতার আরেক জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর। কিন্তু বর্তমানে তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ছবিটি থেকে সরে গিয়েছেন। আর তাই পরবর্তীতে এই ছবিতে অঙ্কুশের বিপরীতে নুসরাত ফারিয়াকে নির্বাচিত করা হয় নায়িকা হিসেবে।

এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে আরও একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন ফারিয়া। উত্তম আকাশ ও বাবা যাদবের যৌথ পরিচালনায় এই ছবিতে তিনি জুটি বাঁধবেন তার ক্যারিয়ারের প্রথম নায়ক কলকাতার অঙ্কুশের সঙ্গে। এছাড়া বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত শাকিব খানের বিপরীতে অভিনীত ”শাহেনশাহ” ছবিটি।

উল্লেখ্য,২০১৫ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার। এরপর গত দুই বছরে ”হিরো ৪২০”,”বাদশা দ্য ডন”, ”বস-টু”,”প্রেমী ও প্রেমী”, ”ধ্যাততেরিকি”সহ বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।