ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসনের ২০০ করে ইতিহাস

স্টাফ রিপোর্টার
মার্চ ৫, ২০১৯ ৩:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!


নিউজ ট্রেইলারঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাটিং পেয়েছেন মাত্র এক ইনিংসে। খেলেছেন ২০০ রানের অপরাজিত ইনিংস, এতেই গড়েছেন ইতিহাস।

ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির ইনিংসটি উইলিয়ামসনকে এনে দিয়েছে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে ৯০০ রেটিং পাওয়ার সম্মান। র‍্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট এখন ৯১৫।

যথারীতি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে সবার ওপরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে ভারতের অধিনায়কের চেয়ে মাত্র ৭ পয়েন্ট পিছিয়ে উইলিয়ামসন। কোহলির ৯২২ রেটিং টপকে শীর্ষে উঠতে কিউই অধিনায়কের হাতে রয়েছে আরও ২টি ম্যাচ। যেখানে নিকট ভবিষ্যতে কোনো টেস্ট ম্যাচ নেই কোহলির।

তাই অস্বাভাবিক কিছু না ঘটলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের মধ্যেই র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবেন ২৮ বছর বয়সী কেন উইলিয়ামসন। আরেকটু কাছে যাবেন ১৯৪৮ সালে ডন ব্র্যাডম্যানের করা ইতিহাস সর্বোচ্চ ৯৬১ রেটিং পয়েন্টের।

ব্র্যাডম্যানের এই ইতিহাস সেরা রেটিংয়ের খুব কাছে গিয়েছিলেন সাবেক অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি পেয়েছিলেন ৯৪৭ রেটিং পয়েন্ট। মনে হচ্ছিলো সহসাই ব্র্যাডম্যানের রেকর্ড নিজের করে নেবেন তিনি। কিন্তু বল টেম্পারিংয়ের দায়ে ১ বছরের নিষেধাজ্ঞা ভোগ করে স্মিথ হারিয়েছেন ৯০ রেটিং পয়েন্ট। ৮৫৭ রেটিং নিয়ে তিনি নেমে গিয়েছেন র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে।

এদিকে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯০০ রেটিংয়ের রেকর্ড গড়েছেন উইলিয়ামসন। তার আগে কিউইদের পক্ষে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটা ছিলো রস টেলরের দখলে। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি পেয়েছিলেন ৮৭১ রেটিং।

এছাড়া ব্যাটিং, বোলিং বা অলরাউন্ডার তিন বিভাগ মিলিয়ে মাত্র দ্বিতীয় কিউই ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং অর্জন করেছেন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক। ১৯৮৫ সালের ডিসেম্বরে কিংবদন্তি রিচার্ড হ্যাডলি বোলিং র‍্যাংকিংয়ে ৯০৯ রেটিং পেয়েছিলেন। তাকে ছাড়িয়ে উইলিয়ামসনের বর্তমান রেটিং ৯১৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।