নিউজ ট্রেইলারঃঢাকা মহানগর পন্য পরিবহন মালিক সমিতির বার্ষিক বনভোজন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এ বনভোজন গাজীপুরের সফিপুর আনন্দ পার্ক এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়।এতে ঢাকা মহানগর পন্য পরিবহন সমিতির ১১২টি কোম্পানির কয়েক’শ সদস্য অংশ গ্রহন করে।

শুক্রবার সকাল সাতটায় পুরান ঢাকার আরমানি টোলায় মাঠের সামনে মিলিত হয় সকল সদস্যরা।পরে সবাই মিলে একত্রে একাধিক গাড়িযোগে রওয়ানা দিয়ে সাড়ে দশটায় গাড়ি পোঁছায় গাজিপুর পিকনিক স্পটে।কেউ কেউ পরিবারসহ আবার নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছায়।সমিতির সভাপতি হাজি মন্নান এর ব্যাবস্থাপনায় সদস্য সচিব সেকব কুমার রায়ের পরিচালনায় অক্লান্ত পরিশ্রমে সফলভাবে বনভোজন অনুষ্ঠিত হয়।দি এস আর পরিবহনের সত্বাধিকারী মোঃমসিউর রহমান জানান “আমরা ঢাকা থেকে সকাল সাড়ে দশটা নাগাত স্পটে পৌঁছে ত্রিশ মিনিট বিশ্রাম শেষে সমিতির সাধারন সম্পাদক বাবু দোলন বরুয়ার উপস্থাপনায় শুরু হয় মূল অনুষ্টান।”

র্যাগস গ্রুপের পক্ষ থেকে পুরষ্কার গ্রহন করছেন দিএসআর পরিবহনের সত্বাধীকারী মোঃ মসিউর রহমান
অনুষ্ঠানে যোগ দেয় র্যাগস গ্রুপ অব কোম্পানির একটি দল তারা বনভোজনে অংশ নেয়া পরিবহন কোম্পানির সদম্যদের বিশেষ পুরস্কার প্রদান করে।
অনুষ্ঠানেরর প্রথম পর্ব চলে জুমার নামাজের পূর্ব পর্যন্ত এর পর নামাজ ও খাবার বিরতির জন্য ঘন্টা খানেক সময় শেষে আবার শুরু হয় অনুষ্ঠান।
২য় পর্ব অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত। এসময় মঞ্চে আসে ব্যান্ড শিল্পির দল।শুরু হয় গান। এ সময় শিল্পিদের সাথে বাদ্যযন্ত্রের তালে সমিতির পরিবারের সদস্যরা চমৎকার গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে। বিকেলে বিশেষ আয়োজন র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সমিতির কর্নধারগন।
