ঢাকাশনিবার , ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলো পাকিস্তান

News Editor
ডিসেম্বর ২, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

কয়েক সপ্তাহ ধরে শারীরিক অব্স্থা নিয়ে চলা তীব্র গুঞ্জনের পর অবশেষে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে তার পরিবার। দুর্নীতির মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরানের সঙ্গে তার বোন ডা. উজমা খানকে সাক্ষাতের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারাবন্দী ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানের সাক্ষাতের অনুমতি মিলেছে।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে দেশটির সংসদে অনাস্থা ভোটে পদচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রাষ্ট্রীয় কোষাগার তোশাখানা থেকে সরকারি উপহার বেআইনিভাবে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ইমরান খানের বিরুদ্ধে প্রথম সাজা ঘোষণা করা হয়। পরবর্তী রায়গুলোতে আরও দীর্ঘ সাজা যুক্ত হয়েছে।

এর মধ্যে রয়েছে কূটনৈতিক নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড এবং আল-কাদির ট্রাস্ট সংক্রান্ত পৃথক দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা। প্রসিকিউটরদের দাবি, এই ট্রাস্টের নাম ব্যবহার করে অবৈধভাবে ভূমি বরাদ্দ নিয়েছেন ইমরান খান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলছে, এসব মামলা তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে করা হয়েছে। গত মাসে ইমরান খানের তিন বোন নোরীন নিয়াজি, আলিমা খান এবং উজমা খান ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন।

এরপরই ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের উদ্বেগ তৈরি হয়। এমনকি দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খান কারাগারে মারা গেছেন বলে গুজবও ছড়িয়ে পড়ে। গত টানা ২৫ দিন ধরে ইমরান খানের সঙ্গে কারও সাক্ষাতের অনুমতি মেলেনি। যে কারণে তিনি কারাগারে মারা গেছেন এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যাপক বিক্ষোভ দেখা দিতে পারে আশঙ্কায় কর্তৃপক্ষ তা গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অনেকে।

এই গুজব প্রথম ছড়ায় আফগানিস্তানভিত্তিক কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে। বর্তমানে সীমান্ত বিরোধ নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে ব্যাপক সামরিক উত্তেজনা চলছে।

এদিকে, এ নিয়ে পাকিস্তান সরকার ও কারাগার কর্তৃপক্ষের ওপর তুমুল চাপ তৈরি হয়েছে। ইমরান খানের জীবিত থাকার প্রমাণ দেখাতে সরকার গড়িমসি বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। যদিও কারা কর্তৃপক্ষ বলছে, ইমরান খান সুস্থ আছেন এবং কারাগারে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রোববার সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল পিটিআইয়ের সিনেটর খুররম জিশানের এক মন্তব্যে সরকারের ওপর আরও তীব্র চাপ তৈরি হয়।

ওই দিন তিনি বলেন, ইমরান খানকে কারাগারের একক কক্ষে বিচ্ছিন্ন অবস্থায় আটকে রেখে দেশ ত্যাগে বাধ্য করার জন্য চাপ প্রয়োগ করছে সরকার। পাকিস্তান থেকে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান সরকার ইমরান খানের জনপ্রিয়তাকে ভয় পায়। যে কারণে তার কোনও ছবি কিংবা ভিডিও প্রকাশ করছে না।

বিশ্বকাপজয়ী পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স বর্তমানে ৭২ বছর। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।

মঙ্গলবার তার বোনকে সাক্ষাতের অনুমতি দেওয়ার আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতাকর্মীরা ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা দেশটিতে ন্যায়বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবি জানান। যদিও এই ধরনের বিক্ষোভ ঠেকাতে পাকিস্তানের সরকার বড় সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।