আজ সকাল ১০:৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় সামান্য কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কম্পনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যদিও এর মাত্রা ৩.৩ হওয়ায় কোনো বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।
এর আগে গতকাল দেশের বিভিন্ন এলাকায় অনুভূত একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হন। এতে ঢাকাসহ আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছিল।
বিএমডি জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টারের প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। কেন্দ্রস্থলের কোঅর্ডিনেট ছিল উত্তর অক্ষাংশ ২৩.৭৭° এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯০.৫১°।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
