ঢাকাশনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বন্দর রক্ষায় মশাল মিছিল

নিউজ ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম বন্দরকে বিদেশী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হালিশহরে এ মশাল মিছিল হয়। এ সময় বন্দর বিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা স্লোগান দেয়া হয়। এর মধ্যে রয়েছে, ‘‌বিদেশী ইজারা মানি না। চট্টগ্রাম বন্দর রক্ষা কর।’

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর জাতীয় সম্পদ ও কৌশলগত নিরাপত্তার প্রশ্নে অতি গুরুত্বপূর্ণ। কার স্বার্থে এনসিটি, লালদিয়া টার্মিনালসহ মূল স্থাপনাগুলো বিদেশী অপারেটরের হাতে তুলে দেয়া হচ্ছে? এ সিদ্ধান্ত জনগণের মতামতের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী।

শ্রমিক নেতারা বলেন, বিদেশীদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত বহাল রাখতে চাইছে। তাদের দাবি, নির্বাচিত নয় এমন সরকারের পক্ষে চট্টগ্রাম বন্দরের মত কৌশলগত সম্পদ নিয়ে সিদ্ধান্ত নেয়া অনৈতিক।

বক্তারা আরো বলেন, বিগত সরকারের সময় নেয়া একতরফা ইজারার সিদ্ধান্ত বর্তমান সরকার বহাল রেখেছে, এটি দুঃখজনক। চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেয়ার কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না।

বক্তারা আরো বলেন, এ আন্দোলন কেবল শ্রমিকদের নয়, সমগ্র জনগণের আন্দোলন। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ সবাইকে যুক্ত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।