ঢাকামঙ্গলবার , ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

রোববার শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা: এনসিপি

নিউজ ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: আগামী ৩ আগস্ট, রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’। এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর মাধ্যমে সারা দেশের এনসিপি নেতাকর্মীদের ঐতিহাসিক এই আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে এনসিপির ফেসবুকের একটি ভেরিফায়েড পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সেখানে বলা হয়, আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।

বার্তায় জানানো হয়, জুলাই মাসজুড়ে সারা দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে এনসিপি তাদের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সম্পন্ন করেছে। এই কর্মসূচির মাধ্যমে তারা শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছে এবং তাদের চাওয়া-পাওয়াগুলো সংগ্রহ করেছে। তখন এনসিপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই কথাগুলো ইশতেহারে তুলে ধরা হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনারেই ‘এক দফা’ ঘোষণা দিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র নাহিদ ইসলাম। এবারও তিনি একই স্থানে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি, জুলাই ঘোষণাপত্র ও সনদ তুলে ধরবেন এবং এই ভিত্তিতে দলের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানানো হয়।

এই কর্মসূচিকে ‘বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন’ বলে উল্লেখ করে দলটি ৬৪ জেলার নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।