ঢাকাবৃহস্পতিবার , ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন স্ক্যামের শিকার অভিনেত্রী

Hamidul Haque
জুলাই ১৬, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্কঃ ভারতীয় অভিনেত্রী অর্চনা পুরান সিং সম্প্রতি এক ভয়াবহ অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। দুবাই ভ্রমণে গিয়ে স্কাইডাইভিংয়ের টিকিট বুক করতে গিয়ে লাখ টাকা প্রতারণার শিকার হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় শুধু অর্চনা নন, স্তম্ভিত তার স্বামী অভিনেতা পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানও।

বর্তমানে পরিবার নিয়ে ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এই অভিনেত্রী তার ভক্তদের সঙ্গে এই তিক্ত অভিজ্ঞতা ভাগ করেছেন। অর্চনা পুরান সিং জানান, তিনি দুবাইয়ের ‘আইফ্লাই দুবাই’ ইনডোর স্কাইডাইভিংয়ের জন্য তিনটি স্লট বুক করেছিলেন।

কিন্তু সেখানে পৌঁছানোর পর জানতে পারেন, তাদের নামে কোনো বুকিং নেই। ভিডিওতে অর্চনা হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা তিনটি স্লট বুক করেছিলাম কিন্তু এই মহিলা বলছেন যে আমাদের কোনো বুকিং নেই।’

‘আমরা প্রতারিত হয়েছি, যে ওয়েবসাইট থেকে আমরা অর্থ প্রদান করেছি তা আসল ছিল না। আমরা দুবাইতে আমাদের টাকা হারিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না দুবাইয়ের মতো একটি শহরে এটি ঘটেছে যেখানে এত কঠোর আইন রয়েছে।’

এই ঘটনায় বিস্মিত পারমিত শেঠিও। অভিনেত্রী আরও যোগ করেন, ‘হাজার হাজার টাকা খোয়া গেছে এবং এখন আমরা ভাবছি এটাও কোনো স্ক্যাম নয় তো?’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।