আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
এসময় তৌহিদ হোসেন দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।
এছাড়াও সৌদির নতুন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।