সোনারগাঁও সংবাদদাতা: সম্মলিত ও ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে আধুনিক সোনারগাঁ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ।
বৃহস্পতিবার ( ৬মে ) সকালে সোনারগাঁও উপজেলা পরিষদে সাইকেল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আধুনিক সোনারগাঁও গড়তে যার যার অবস্থান থেকে তার নিজ দায়িত্ব থেকে নিজের কাজটুকু করে যেতে হবে। আধুনিক সোনারগাঁ গড়তে সমাজের অনিয়মগুলো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেয়ার জন্য গ্রাম পুলিশকে কাজে লাগাতে হবে।
এসময় নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।