(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে মৎস চাষীদের দেশীয় প্রজাতির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪ জন মৎস্য চাষীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
মৎস্য অধিদপ্তরের ২০১৯-২০ অর্থ বছরে রজস্ব বাজেটের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে পুকুর প্রস্তুতকরণ, পোনা নির্বাচন ও সংগ্রহ, খাদ্য ব্যবস্থাপনা, রোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় মাছ চাষীদের প্রশিক্ষণ দেন জেলা মৎস্য কর্মকর্তা মো: মমিনুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ ও মৎস্য সম্প্রসারন কর্মকতা আবু সঈদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                 
                                 
                                 
                                