সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ও শম্ভূপুর ইউনিয়নের ৩০টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে বিপাকে পরেছে ২৫ হাজার পরিবার।
মঙ্গলবার দুপুরে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও শাখার উপ-ব্যবস্থাপক মো. রিফাত আবদুল্লাহ এবং সোনারগাঁও থানার ওসি (অপারেশন) রুবেল হাওলাদার ও সেকেন্ড অফিসার এসআই পঙ্কজ কান্তি সরকার।
এ সময় তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও শাখার উপ-ব্যবস্থাপক মো. রিফাত আবদুল্লাহ বলেন, মোগরাপাড়া, পিরোজপুর ও শম্ভুপুরা ইউনিনের প্রায় ৩০টি গ্রামের ২৫ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাসের সংযোগের বিরুদ্ধে অব্যহত রয়েছে। যা পর্যায়েক্রমে সোনারগাঁওয়ের পাশর্^বর্তী আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।