সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী যুবক দানেশের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবী টিম মৃত ব্যক্তির সম্পন্ন করেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে করোনার উপসর্গ নিয়ে উপজেলার সন্মানদী ইউনিয়নের জাইদারগাঁও গ্রামের নিজ বাড়িতে ওই যুবক মৃত্যু বরণ করেন।
বুধবার সকাল ১০ টায় জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক সদস্য মোঃ নুর নবী জনি, কামরুজ্জামান রানা, শেখ এনামুল হক বিদ্যুৎ, রাকিব, সানাউল্লাহ, গোলজার, ফারুক, আক্তার, রাতুল ওমর ফারুক ,আলী আকবর, আজিজুল, মহিবুল্লাহ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কেউ মৃত্যুবরণ করলে ধর্মীয় বিধি মেনে বিশেষ সতর্কতার সাথে লাশ দাফনের ব্যবস্থা করতে হবে।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                 
                                 
                                 
                                