ঢাকাশনিবার , ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সেফাত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব খণ্ডন: ‘আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা’

News Editor
জুলাই ২৫, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

গতকাল বৃহস্পতিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর গুজব। তবে নিজেই দিলেন বেঁচে থাকার তথ্য। ২৪ জুলাই রাত ১০টায় নিজের ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেন তিনি।

সেফাত উল্লাহ সেফুদা নামক ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, ‘তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা?’ তার এ পোস্টে প্রতিবেদন লেখা পর্যন্ত ২ লাখ ৪৬ হাজার রিঅ্যাক্ট, ২৩ হাজার ২শ কমেন্টস এবং ২৬ হাজার শেয়ার লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ফেসবুকে লাইভেও আসেন সেফায়েত উল্লাহ। তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছেন। একেবারে খাঁটি অপূর্ব সুন্দর, ইসলামিক ভাষা। এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কিছু ফেসবুক-ইউটিউবার অনেক টাকা কামিয়েছেন।

আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার করছে। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আগের চেয়ে আরো ২০ বছর বয়স কমে গেছে।’জানা যায়, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজি আলী আকবরের ছেলে।

তার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম বলেন, ‘আজ আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাতো ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই ফোন দিয়েছেন। পরে দুজনে কুশল বিনিময় করেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।